ষ্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের কালিহাতীতে আউলিয়াবাদ বাজারে আগুনে পুড়েছে ৩টি ব্যবসায়ী দোকান। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আগুন লেগে ৩টি দোকানের যাবতীয় মালামালসহ পুড়ে যাওয়ার ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ৩টি ব্যবসায়ী দোকান মালিকদের মাঝে
অর্থসহায়তা দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বিকালে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে যান জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জামায়াত নেতারা। পরে তাদের হাতে অর্থসহায়তা তুলে দেওয়া হয়।
জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন, আমরা মানবিক সহায়তা নিয়ে সবাই তাদের সহযোগিতায় এগিয়ে আসুক। সবার সহযোগিতায় তারা আবারো ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা বাকিবিল্লাহ, নাগবাড়ী ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ ফরিদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল হামিদ মাস্টার, যুব বিভাগের সেক্রেটারী এম এম এইচ বাদশা, সাবেক কর্মপরিষদ সদস্য মাহমুদুর রহমান মিলন, আউলিয়াবাদ বাজার বণিক সমিতির সভাপতি লাল মিয়া ও সেক্রেটারী শেখ শাহজাহান প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।