কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে পারখি ও বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছ।
শুক্রবার বিকাল ৪ টায় পারখি ও বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনছার আলীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন।
সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ,টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল,ড্যাব নেতা ডাঃ শাহ আলম তালুকদার,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সভাপতি এসএম খালিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।