টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত 

 টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল সোয়া ৭ টায় বেলুন উড়িয়ে জেলা প্রশাসক শরীফা হক ওই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার,  টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন ভোরের আলো ফুটতেই বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে জমায়েত হয়। রেজিস্ট্রেশন শেষে সকাল সোয়া ৭টায় প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রতীকী ম্যারাথনটি শহরের বটতলা, নিরালামোড়, শান্তিকুঞ্জ মোড়, বেবীস্ট্যান্ড ও কাগমারী হয়ে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা অতিক্রম করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

ওই প্রতীকী ম্যারাথনে জুলাই আন্দোলনকারী, শহিদ পরিবারের সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *