টাঙ্গাইলে পরিবেশক মালিক সমিতির নির্বাচনে শামীম সভাপতি রফিক সম্পাদক 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভা শেষে শামীমুর রহমান খান শামীমকে সভাপতি ও মোহাম্মদ রফিকুল ইসলাম রফিককে সাধারণ সম্পাদক হিসেবে  নির্বাচিত করা হয়।

শুক্রবার (১৮ জুলাই)  সকালে শহরের ভিক্টোরিয়া ফুড জোন পার্টি সেন্টারে এ সভা ও নির্বাচন  অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও জেলা পরিবেশক মালিক সমিতির প্রধান উপদেষ্টা আবুল কালাম মোস্তফা লাবু।

টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামীমুর রহমান খান শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিবেশক মালিক সমিতির উপদেষ্টা আরফান আলী খান,  জেলা পরিবেশক মালিক সমিতির উপদেষ্টা মীর মহব্বত হোসেন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা পরিবেশক মালিক সমিতির উপদেষ্টা মহব্বত হোসেন,  উপদেষ্টা সাইমন তালুকদার রাজিব, আহসান খান আছু, মাহফুজুর রহমান মামুন, দুলাল চন্দ্র সাহা,  সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক প্রমুখ। 

দ্বিতীয় পর্বে  টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির নির্বাচনে আগামী ৩ বছরের জন্য শামীমুর রহমান খান শামীম কে সভাপতি এবং  মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *