কালিহাতীতে বালুবাহী বাল্কহেড মাধ্যমে বালুমহাল বন্ধ করে ভিটেমাটি রক্ষার দাবিতে মানববন্ধন 

তারেক আহমেদ :

টাঙ্গাইলের কালিহাতীতে এলেঙ্গা পৌরসভাধীন  লৌহজং নদীতে বালু উত্তোলন ও বালুবাহী বাল্কহেড মাধ্যমে বালুমহাল তৈরি প্রক্রিয়া করছে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হালিমুজ্জামাল লিটন ও এলেঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক। এলাকাবাসীর দাবি, এতে নদীগর্ভে বিলীন হবে এ অঞ্চলের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ ফসলের মাঠ। দ্রুত বালুবাহী বাল্কহেড ও বালুমহাল তৈরি প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে মানববন্ধন গণস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছেন এলাকাবাসী। 

শনিবার বিকালে পাথারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন  লৌহজং নদীর তীর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন মহিলাসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোর নাম ভাঙ্গিয়ে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হালিমুজ্জামাল লিটন ও এলেঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক লৌহজং নদীতে বালু উত্তোলন ও বালুবাহী বাল্কহেড মাধ্যমে বালুমহাল তৈরি প্রক্রিয়া করছেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গ্রামবাসী সুলতানা বেগম, জহিরুল ইসলাম, অক্ষয় ভৌমিক, শাহজাহান মন্ডল ও সজীব প্রমুখ। 

বক্তারা বলেন, এ জায়গায় যদি বালুবাহী বাল্কহেড মাধ্যমে বালু তোলা হয় তাহলে আমাদের বাড়িঘর, পাথারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, মাদ্রাসা, ফসলি জমি সবকিছু নদীতে চলে যাবে। আমাদের দাবি, কোনোভাবেই এখানেবালুবাহী বাল্কহেড মাধ্যমে বালুমহাল তৈরি করা দেওয়া যাবে না। বালু উত্তোলনে বাধা দেয়ায় আরিফুল ইসলাম, জহিরুল ইসলাম ও সামছুল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।সুলতান বেগম নামের এক নারী বলেন, আমরা নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে গিয়েছি। এখন যদি আবার নদী থেকে বালু উত্তোলন করে তাহলে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমরা চাই নদীতে বালুকাটা যেন না হয়। সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের ভিটামাটি রক্ষায় এগিয়ে আসুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *