

কালিহাতীতে বিএনপি সাবেক সম্পাদক শফিকুল ইসলামের জানাজা সম্পন্ন
তারেক আহমেদ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তালুকদারেরর প্রথম ও দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে
কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মাঠে ও বাদ জোহর ভিয়াইল মাদ্রাসা মাঠে তার জানাজা সম্পন্ন হয়।
তিনি সোমবার বিকালে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভিয়াইল গ্রামে।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
শফিকুল ইসলাম তালুকদার মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।
মঙ্গরবার দুপুরের পর তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাজা শেষে বিএনপির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে দলীয় পতাকা দিয়ে তার কফিন ঢেকে দেওয়া হয়।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে দেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো,উপজেলা বিএনপির সহ সভাপতি মজনু মিয়া ও কৃষক দলের সাধারন সম্পাদক মোজাম্মেল হক হিরো।
মরহুম শফিকুল ইসলাম তালুকদারের পরিবারের প্রতি সহমর্মিতা জানান ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।