কালিহাতীতে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

রাইসুল ইসলাম লিটন 
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পূর্বাসিন্দা কস্তুরিপাড়া এলাকার সাইফুল ইসলামের স্ত্রী ১৬টি মামলার ওয়ারেন্টভূক্ত ও ১৪টি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত এবং  প্রায় ৩ কোটি টাকা  জরিমানার আসামী মমতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ জুলাই)   তাকে নাটোর সদর উপজেলা এলাকা থেকে গ্রেপ্তার করে কালিহাতী থানা পুলিশ।
পুলিশ জানায়,উপজেলার পূর্বাসিন্দা, কস্তুরিপাড়া এলাকার সাইফুল ইসলামের স্ত্রী মমতাজ মেসার্স সাদিয়া এন্ড সামিয়া ট্রেডার্স এর স্বত্বাধিকারী।আদালত কর্তৃক  ১৬টি মামলার ওয়ারেন্টভূক্ত ও ১৪টি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত এবং  প্রায় ৩ কোটি টাকা  জরিমানা করা হয় তাকে।দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।
রোববার  কালিহাতী থানার এএসআই রায়হান আলী মোল্লা ও এএসআই আমিনুর রহমান এবং  এএসআই মোরশেদ আলমসহ একদল পুলিশ নাটোর সদর উপজেলায় অভিযান চালায়।  এক পর্যায়ে     ১৪ টি সি আর সাজা ও ২ সি আর ওয়ারেন্টভুক্ত আসামী মমতাজকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *