কালিহাতীতে ৯৮’ ব্যাচের কৃতি শিক্ষার্থী,শিক্ষক সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ পালিত


ষ্টাফ রিপোর্টার: “শিক্ষার গুণগত উন্নয়নে দারিদ্রতা বাধা নয়, প্রয়োজন প্রকৃত ইচ্ছাশক্তি” এই শ্লোগানকে সামনে রেখে ২৪ জুলাই ২০২৫ইং বৃহস্পতিবার সারাদিন ব্যাপী মগড়া পালস্ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী,শিক্ষক সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ পালিত হয়েছে। এসময় কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মগড়া পালস্ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি নেয়ামুল হক খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মগড়া পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মুহাম্মদ শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আনিছুর রহমান (অব:),সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাবু অমুল্য চন্দ্র কর্মকর, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামান আলী বিএসসি, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সাবেক সহকারী কানাই কর্মকার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
পরে মগড়া পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত শিক্ষকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, সিনিয়র শিক্ষক, ছানোয়ার হোসেন, খালিদুর রহমান, মোহাম্মদ আবুবকর সিদ্দিক, মো: ওয়াহিদুজ্জামান।
৯৮ বন্ধুদের স্মৃতিচারণসহ ৯৮ (ব্যাচ) এসএসসি সহপাঠী বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও পরিশ্রমের কারণে বন্ধুদের আড্ডা ছিল খুবই প্রাণবন্ত। অনুষ্ঠানে এসে সহপাঠীদেরকে দেখার পর অনেকেই আবেগে আপ্লুত হন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মগড়া পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহিম খান লিটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *