

টাঙ্গাইলে গনঅধিকার পরিষদের বিক্ষোভ জাতীয় পার্টি কার্যালয় ভাঙচুর ও মহাসড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল, জেলা জাতীয় পার্টির অফিস ভাংচুর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার দুপুর ১২ টার দিকে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের ছয়আনী বাজারে অবস্থিত জেলা জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর করে। এ সময় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা অফিসের আসবাবপত্র ভেঙ্গে ফেলে।
পরে বিক্ষোভ মিছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নগরজলফৈ বাইপাস অবরোধ করে গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা। সেখানে প্রায় আধাঘন্টা অবস্থান করে তারা।
এসময় বিক্ষোভকারীরা ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’ ইত্যাদি শ্লোগান দেয়। গণঅধিকার পরিষদ ও এনসিপি নেতারা অবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানান।
এ সময় নেতাকর্মীরা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উসকানিতে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে নুরসহ অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।