টাঙ্গাইলে ৯৯ শপিংমলে  নকল প্রসাধনী জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট ( টাঙ্গাইল) 

টাঙ্গাইলে পৌর এলাকায় ৯৯ শপিংমল থেকে নকল প্রসাধনী জব্দ করে  অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তর। 

বুধবার (১৬জুলাই) বিকালে এই অভিযান পরিচালনা করেন, টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযান পরিচালনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নকল প্রসাধনী রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক  আসাদুজ্জামান রুমেল জানান,  শহরের দুটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভিক্টোরিয়া রোড এলাকায় শিলা কমপ্লেক্সে ৯৯ শপিংমলকে ৫০ হাজার টাকা এবং কচুয়াডাঙ্গার গোলাম মোস্তফা প্রসাধনী স্টোরকে ৫ হাজার  টাকা জরিমানা করা হয়। পাশাপাশি  প্রতিষ্ঠান দুটিতে নকল প্রসাধনী জব্দ করা হয়। এছাড়াও প্রতিষ্ঠান দুটি মুচলেকা দিয়েছেন তারা আর নকল প্রসাধনে বিক্রি করবে না।   

অভিযানের সময় উপস্থিত ছিলেন, কনজুমারস  অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল এবং টাঙ্গাইল সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর শাহিদা আক্তার  ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *