

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কালিহাতীতে মতবিনিময় সভা
কালিহাতী ( টাঙ্গাইল) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের কর্মসূচির প্রচারে টাঙ্গাইলে কালিহাতী উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কালিহাতী উপজেলার এলেঙ্গা রিসোর্টে এই মতবিনিময় সভা হয়।
এসময় ফিনান্সিয়াল টুডের নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা:মো.শাহ আলম তালুকদার।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক রঞ্জন কৃষ্ণ পন্ডিত, রশিদ আহম্মদ আব্বাসী ও কলামিস্ট ও সাংবাদিক মুঃ জোবায়েদ মল্লিক বুলবুল,কাদির তালুকদার প্রমুখ।
অধ্যাপক ডা:মো.শাহ আলম তালুকদার সাংবাদিকদের মাঝে ৩১ দফা কর্মসূচির গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধি রাষ্ট্রে পরিনত হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে তৃনমুল পর্যায়ে পোঁছে দেওয়ার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি। দেশের জনগনের হাতেই দেশের মালিকানা রয়েছে । তাই দ্রুত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহনযোগ্য নিবাচন হওয়া উচিত।