কালিহাতীতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার (১২জুলাই) দিনব্যাপী কালিহাতীস্থ টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিসিন, গাইনি, সার্জিক্যাল, শিশু এবং চক্ষু বিশেষজ্ঞ সামরিক চিকিৎসকরা বিনামূল্যে ওই ক্যাম্প পরিচালনা করেন। সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ সংমিশ্রিত ৯৮ ব্রিগেডের তত্ত্বাবধানে ১৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং ২৪ ইস্ট বেঙ্গল এর সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। 
এ সময় ৯৮ সংমিশ্রিত ব্রিগেড কমান্ডার বিএ-৫৬৯১ ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে। বিগত সময়ে যেমন সাথে ছিল তেমনিভাবে আগামি দিনেও পাশে থাকবে। সেনাবাহিনী বিভিন্ন জেলায় এই কার্যক্রম চলমান রাখবে। এদিন ১৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় এক হাজার ৫০০ রোগীকে চিকিৎসা সেবা দেন। একই সঙ্গে সকল রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান এবং ১৫০ জনকে চশমা দেওয়া হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *