টাঙ্গাইল প্রতিনিধি
বঙ্গের আলীগত খ্যাত ঐতিহ্যবাহী টাঙ্গাইল সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে সরকারি সা’দত কলেজ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মোরশেদ আলী খান পন্নী, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৃদুল চন্দ্র পোদ্দার,
জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.শেখ ফরিদ ও বাংলা বিভাগের প্রভাষক শারমিন সুমি।
সভায় সা’দত কলেজের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সঙ্গে কলেজের বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সুন্দর ও সফল শত বছর উদযাপন অনুষ্ঠান করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।